বুধবার (০২ জানুয়ারি) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানায়।
পুলিশ বলছে, ট্রেন দুর্ঘটনার কারণে জিওল্যান্ড এবং ফানেন দ্বীপের মধ্যে সংযোগ স্থাপনকারী গ্রেট বেল্ট ব্রিজটির একটি অংশ ভেঙে গেছে।
সংবাদমাধ্যম বলছে, এখনও এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক একটি তদন্তে ধারণা করে বলা যাচ্ছে, দেশটির রাজধানী কোপেনহেগেন যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রেন এবং অপরদিক থেকে আসা একটি কার্গো ট্রেনের মধ্যে উচ্চ গতিতে থাকা অবস্থায় মুখোমুখি সংঘর্ষ লাগে।
ডেনমার্কের জরুরি নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে এ তথ্য দিয়েছে।
প্রতিদিন হাজার হাজার যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করে।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
টিএ