ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার সাংবাদিক হত্যায় দোষী সাব্যস্ত রাম রহিম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
এবার সাংবাদিক হত্যায় দোষী সাব্যস্ত রাম রহিম গুরমিত রাম রহিম, ছবি: সংগৃহীত

ঢাকা: স্ব-আরোপিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে এবার সাংবাদিক হত্যায় দোষী সাব্যস্ত করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) বিশেষ আদালত।

শুক্রবার (১১ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম সাংবাদিক রাম চন্দ্র চট্টোপাধ্যায়কে হত্যায় রাম রহিমসহ তিনজনকে দেশটির পঞ্চকুলার সিবিআই আদালত দোষী সাব্যস্ত করেন করেন বলে সংবাদ প্রকাশ করে।

জানা গেছে, আগামী ১৭ জানুয়ারি এ মামলার রায় দেওয়া হবে।

এছাড়া শুক্রবার রোহতকের সুনারিয়া কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের সামনে উপস্থিত করা হয় রাম রহিমকে।

বর্তমানে তিনি তার দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড পেয়ে কারাগারে আছেন। ২০১৭ সালের জানুয়ারি থেকে তিনি কারাগারে।

এছাড়া তার বিরুদ্ধে বহু অপকর্মের অভিযোগ আছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।