ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে বিস্ফোরণে নিহত ৪, আহত ২৩ শিশুসহ শতাধিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
কাবুলে বিস্ফোরণে নিহত ৪, আহত ২৩ শিশুসহ শতাধিক আহতরা হাসপাতালে চিকিৎসাধীন, ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের কাবুলে একটি গাড়ি বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় আহত হয়েছেন ২৩ শিশুসহ অন্তত ১০০ জন।

সোমবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কাবুলের গ্রিন জেলায়, যে এলাকাটিতে অনেক বিদেশির বসবাস এবং বেসরকারি সংস্থার (এনজিও) অফিস রয়েছে, সেখানে এ বিস্ফোরণ ঘটে।  

দেশটির পুলিশের মুখপাত্র বাছির মুজাহিদ জানিয়েছেন, সন্ধ্যায় বিস্ফোরক ভরা একটি গাড়ি রাখা ছিল সেখানে।

হঠাৎ সে গাড়িটিতে থাকা বোমার বিস্ফোরণ হয়।

সংবাদমাধ্যম বলছে, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।