ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালিতে সন্ত্রাসী হামলায় জাতিসংঘের ১০ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
মালিতে সন্ত্রাসী হামলায় জাতিসংঘের ১০ শান্তিরক্ষী নিহত মালিতে সৈন্যদের তৎপরতা, ছবি: সংগৃহীত

ঢাকা: মালিতে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ১০ সৈন্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৫ জন। তারা সবাই মধ্য আফ্রিকান দেশ চাদের।

রোববার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকালে দেশটির উত্তরাঞ্চলীয় আগুইলহোকের ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জাতিসংঘ জানিয়েছে।

সংস্থাটি বলছে, ওই জাতিসংঘ ক্যাম্পে বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলেই ১০ চাদিয়ান সৈন্য নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার উত্তর-আফ্রিকান শাখা এ ঘটনার দায় নিয়েছে। সংগঠনটি বলছে, একটি লেটেস্ট হামলা চালানো হয়েছে।

২০১৩ সালে মালিতে জঙ্গিদের বিরুদ্ধে শান্তিরক্ষী পাঠিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এরপর থেকে জঙ্গিরা ধারাবাহিকভাবে জাতিসংঘ এবং মালির সৈন্যদের ওপর হামলা চালাচ্ছেন।

এর আগে ২০১২ সালে জঙ্গিরা উত্তর মালিতে অবস্থান নেন।

এরপর থেকে এ পর্যন্ত বেসামরিকসহ ১৫ হাজারেরও বেশি কর্মীকে মিশনের অংশ হিসেবে মালিতে পাঠায় জাতিসংঘ। কিন্তু ওই এলাকাটি এখনও মালি সরকারের নিয়ন্ত্রণে আসেনি।

বাংলাদেশ সময়; ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।