ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় ভবন ধসে শিশুসহ ১১ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
সিরিয়ায় ভবন ধসে শিশুসহ ১১ জনের মৃত্যু অ্যাপার্টমেন্ট ব্লকে ধস, ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট ব্লক ধসে চার শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (০২ ফেব্রুয়ারি) দেশটির আলেপ্পো শহরে এ ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে।

ঘটনাস্থল থেকে একটি শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে।

সেইসঙ্গে উদ্ধারকারী দল তৎপরতা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, ঘটনাটি আলেপ্পোর সালাহেদিনে অঞ্চলে যুদ্ধের সময়ের বিদ্রোহী এলাকায়। যে এলাকাটি তখন বোমা হামলায় ধ্বংস হয়েছিল। তাছাড়া অঞ্চলটিতে আরও অনেক ভবন ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তারপরও মানুষ এসব ভবনে ঝুঁকি নিয়ে বাস করছে। তবে ভবনগুলোর অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করছে কর্তৃপক্ষ।

জাতিসংঘের তথ্যমতে, আলেপ্পোয় ৩৫ হাজারেরও বেশি ভবনের ক্ষতি হয় বোমা হামলায়। যার একটি ছোট্ট অংশের অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।