ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় মার্কিন হামলায় আল-শাবাবের ১৩ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
সোমালিয়ায় মার্কিন হামলায় আল-শাবাবের ১৩ সদস্য নিহত

পূর্ব আফ্রিকার গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের ১৩ সদস্য নিহত হয়েছেন।

গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাতে মোগাদিসু থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণে গ্যান্ডার্সি এলাকায় এই হামলা চালানো হয়। শনিবার (২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের আফ্রিকান কমান্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সোমালিয়ার পশ্চিমা সমর্থিত সরকারের সহায়তায় যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড আল-শাবাবের বিরুদ্ধে অভিযান অব্যহত রেখেছে। গ্যান্ডার্সের এই হামলায় আল-শাবাবের ১৩ জন সদস্য নিহত হয়েছে। তবে সাধারণ জনগণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অনুসন্ধানী সংস্থা ‘ব্যুরো অফ ইনভেস্টিগেটিভ জার্নালিজম’র তথ্য অনুযায়ী, ২০১৯ সালে আফ্রিকার এই দেশটিতে দশমবারের মত হামলা চালালো যুক্তরাষ্ট্রের কমান্ড। ২০১৮ সালে তারা অন্তত ৪৮ বার হামলা চালিয়ে আল-শাবাবের ৩৩০ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করে।

আল-কায়েদার সংশ্লিষ্ট আল-শাবাব দেশটির পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাত করার জন্যে লড়াই করছে। গোষ্ঠীটি সোমালিয়ার সামরিক বাহিনী এবং সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপরও নিয়মিত হামলা চালায়।  

প্রথম দিকে কেবল আফ্রিকা সোমালিয়ার সরকারের পক্ষে সামরিক বাহিনী পাঠালেও পরে যুক্ত হয় যুক্তরাষ্ট্রও।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এসএমএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।