ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন লেজার প্রযুক্তির বিজ্ঞানী আলফেরভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
চলে গেলেন লেজার প্রযুক্তির বিজ্ঞানী আলফেরভ

না ফেরার দেশে চলে গেলেন লেজার প্রযুক্তির রাশিয়ান বিজ্ঞানী জোরেস আলফেরভ।

শনিবার (২ মার্চ) এ পদার্থ বিজ্ঞানীর প্রয়াণের খবর দেয় স্থানীয় সংবাদমাধ্যম। আলফেরভের বয়স হয়েছিল ৮৮ বছর ।

২০০০ সালে সেমি-কন্ডাক্টর ও লেজার প্রযুক্তিতে অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন আলফেরভ।  

তার প্রযুক্তিই এখন স্যাটেলাইট থেকে শুরু করে আধুনিক মোবাইল ফোন এবং বার-কোড স্ক্যানারে ব্যবহৃত হয়।

১৯৯০ সালে অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভ শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর তিনিই প্রথম রুশ হিসেবে বিশ্বের সবচেয়ে বড় সম্মাননাটি পেয়েছিলেন।

তার নোবেলজয় রাশিয়ার বিজ্ঞানকে বিকশিত করার ক্ষেত্রে বড় অনুপ্রেরকের ভূমিকা রাখে।

আলফেরভ রাশিয়ার সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমায় ১৯৯৫ সাল থেকে কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্বও করছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।