শুক্রবার (০৮ মার্চ) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কং কিউং-হোয়া এবং সেখানকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হ্যারি হ্যারিস নতুন এই চুক্তিটিতে সই করেন।
কয়েক দফা ব্যর্থ আলোচনার পর গত মাসে দুই দেশের প্রধান প্রতিনিধিরা এই চুক্তিতে সম্মত হন।
এর আগে অর্থের পরিমাণ না বাড়ালে দক্ষিণ কোরিয়ায় নিয়োজিত নিজেদের সাড়ে ২৮ হাজার সৈন্য প্রত্যাহার করে নেবেন বলে দেশটির ওপর চাপ প্রয়োগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চুক্তিটিতে দক্ষিণ কোরিয়ার সংসদীয় অনুমোদন প্রয়োজন ছিল।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এসএ/টিএ