ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্লোরিডায় লেকে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
ফ্লোরিডায় লেকে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ছোট আকৃতির একটি প্লেন বিধ্বস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে মরদেহগুলো উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার (০৮ মার্চ) বিকেল সাড়ে ৩টা নাগাদ দুই ইঞ্জিনের একটি এয়ারক্রাফট বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লেক ওক্কিচব্বিতে সৈকত থেকে ৪০০ মিটার দূরে প্লেনটি বিধ্বস্ত হয়।

এতে প্লেনের ৫ আরোহীর সবাই নিহত হন।

দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনটি দক্ষিণাঞ্চলীয় পাহোকিতে যাচ্ছিলো।

পাম বিচ কাউন্টি শেরিফ অফিস থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে এফএএ’র সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

স্বচ্ছজলের লেক ওক্কিচব্বি ফ্লোরিডার সবচেয়ে বড় লেক হিসেবে পরিচিত। যার সৈকত ৩৫ মাইল দীর্ঘ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।