ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেনিফেস্টোতে মেরকেল-এরদোয়ানের মৃত্যু কামনা হামলাকারীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
মেনিফেস্টোতে মেরকেল-এরদোয়ানের মৃত্যু কামনা হামলাকারীর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, লন্ডনের মেয়র সাদিক খান

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে ভয়াবহ হামলাকারীদের একজনের পরিচয় জানা গেছে। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ২৮ বছর বয়সী ওই হামলাকারী নাম ব্রেন্টন ট্যারেন্ট। ওই ব্যক্তি মৌলবাদী, ডানপন্থি ও সহিংস সন্ত্রাসী ছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

এদিকে হামলার কয়েক ঘণ্টা আগে নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ৭৩ পৃষ্ঠার মেনিফেস্টো (ঘটনার কারণ) প্রকাশ করেন বর্তমানে পুলিশি হেফাজতে থাকা হামলাকারী। তাতে তিনি হামলার পেছনে কারণ উল্লেখ করেন।

 

পাশাপাশি তিনি মেনিফেস্টোতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, লন্ডনের মেয়র সাদিক খানের মৃত্যু কামনা করেন।  

সাধারণ শ্বেতাঙ্গ পরিবারের ‘শ্রমিক শ্রেণীতে’ জন্মগ্রহণ করা দাবি করে ব্রেন্টন মেনিফেস্টোতে বলেন, লেখাপড়ার প্রতি আমার তেমন কোনো আগ্রহ ছিলো না।

এদিকে হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিশ্ব নেতারা। হামলার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডডার্নের কাছে শোকবার্তা পাঠিয়েছেন তিনি।

হামলাটিকে ‘বর্ণবাদী ও ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করে টুইট বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, হামলাটির মাধ্যমে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে শত্রুতাই বোঝা যায়

লন্ডনের মেয়র সাদিক খান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে লন্ডনের সব মসজিদের নিরাপত্তা জোরদারের কথাও উল্লেখ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।