‘বিদ্রোহী অধুষিত’ ইরাকের ওই অঞ্চলে সামরিক অভিযানের বিষয়টি শনিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, অভিযানে এক নারীসহ ছয় জঙ্গিকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।
তুরস্ক সীমান্তের আশপাশে সব ধরনের জঙ্গি কার্যক্রম নির্মূলের লক্ষ্যে কাজ করছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এরই ধারাবাহিকতায় ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ঘাঁটি লক্ষ্য করে নিয়মিত বিমান হামলা চালায় তুরস্ক।
যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং তুরস্ক পিকেকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। বিগত তিন দশক ধরে সংগঠনটি প্রায় ৪০ হাজার মানুষকে হত্যা করেছে।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এসএ/এইচএ/