ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
তুরস্কে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত প্রতীকী ছবি।

ঢাকা: তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বুধবার (২০ মার্চ) দেশটির ডেনিজলি প্রদেশের একিপায়াম শহর থেকে মধ্যম মাত্রার ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে। এতে দুই বার কম্পন অনুভূত হয়।

একিপায়াম শহরের মেয়র হুলুসি সেভকান জানিয়েছেন, প্রাথমিকভাবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এতে কিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুটি চ্যুতি রেখার উপর অবস্থান হওয়াতে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

১৯৯৯ সালে তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।