জিয়ারাত শহরের ডেপুটি কমিশনার কাদির বাক্স পিরকানি বলেছেন, বুধবার (২০ মার্চ) ভোরে এ হামলা শুরু হয়। হামলাটিতে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।
এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, বুধবার সকালে বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী তেহরেক- ই-তালেবান পাকিস্তান।
বিবৃতিতে বলা হয়েছে, অতীতে বেলুচিস্তান লেভিস ফোর্সের করা নিজেদের কমরেডদের হত্যার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে।
বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানি তালেবান ও বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান গোষ্ঠী সক্রিয়ভাবে হামলা চালিয়ে আসছে। পাশাপাশি জঙ্গিগোষ্ঠী ইসলামীক স্টেটের (আইএস) আফগানিস্তানভিত্তিক শাখাও এখানে হামলা চালিয়ে থাকে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এসএ/টিএ