ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বিমান হামলায় ৫৫ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০
পাকিস্তানে বিমান হামলায় ৫৫ জঙ্গি নিহত

ইসলামাবাদ: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার রাজ্যের গোপন জঙ্গি আস্তানায় পাকিস্তানের সরকার বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে ৫৫ জঙ্গি ও কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বুধবার একজন নিরাপত্তা কর্মকর্তা একথা জানায়।

নিরাপত্তা কর্মকর্তা জানান, জঙ্গিদের শক্তঘাঁটি তিরা ভিলায় মঙ্গলবার রাতে ওই অভিযান চালানো হয়েছে।

তিনি আরও জানান, সোয়াত উপত্যাকা ও উত্তরপশ্চিমাঞ্চলে যারা জঙ্গি তৎপরতায় জড়িত তাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ওই এলাকায় জঙ্গিদের কিছু পরিবারও ছিল। বিমান হামলায় জঙ্গি ও তাদের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। তবে কতজন বেসামরিক লোক রয়েছেন তা তিনি উল্লেখ করেননি।

তালিবান জঙ্গিরা আনুষ্ঠানিক ভাবে হতাহতের সংখ্যা জানায়নি।

এদিকে, গত এপ্রিলে তালিবান সন্দেহে ভুল করে তিরাহ ভ্যালিতে হামলা হালানো হয়। এতে ৬০ জনের  বেশি পাস্তোয়ান সম্প্রদায়ের সদস্য নিহত হয়। এসময় পাকিস্তান সেনা প্রধান আশফাক কায়ানি তাদের কাছে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।