শনিবার (৩০ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছেন।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র হাসিবুল্লাহ সির খানি বলেছেন, দু’দিন ধরে হওয়া ভারী বৃষ্টিপাতের কারণেই এ বন্যার সৃষ্টি হয়েছে।
হেরাত প্রদেশের মুখপাত্র জিলানি ফরহাদ বলেন, আকস্মিক বন্যায় এ প্রদেশেই প্রায় আটজনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, কিছু ঐতিহাসিক স্থান, কৃষিজমি, ব্রিজ ও সড়কপথ। মারা গেছে কয়েকশ’ গবাদি পশুও।
অবকাঠামোগত ক্রুটি ও সঠিক ব্যবস্থাপনা না থাকায় আফগানিস্তানে প্রায়ই বন্যা হয়। তবে তা এমন তীব্র আকার ধারণ করে না।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এসএ/আরআর