সোমবার (০১ এপ্রিল) স্থানীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানায় দেশটির সরকার কর্তৃপক্ষ।
চীনের জরুরি ব্যবস্থাপনা ও সামরিক মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (৩১ মার্চ) প্রায় তিন হাজার ৮০০ মিটার উচ্চতায় থাকা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন দমকল বাহিনীর কর্মীরা।
এ ঘটনায় নিখোঁজ কর্মীদের খোঁজা হচ্ছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। তবে কতোজন নিখোঁজ রয়েছেন, সে ব্যাপারে কিছু বলেনি তারা।
এর আগে ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল দেশটির পিপলস লিবারেশন আর্মির পশ্চিমাঞ্চলীয় থিয়েটার কমান্ড।
শনিবার (৩০ মার্চ) থেকে শুরু হওয়া এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৬৮৯ জন কর্মী কাজ করছিলেন। এর মধ্যে রোববার ৩০ জন কর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনাস্থলে দু’টি হেলিকপ্টারে করে চিকিৎসা সরঞ্জামসহ চিকিৎসক পাঠানো হয়।
সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন অঞ্চলের বনে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটছে। গত মাসে বিস্ফোরণের ঘটনায় দেশটিতে প্রায় ৮৫ জন নিহত হন।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এসএ/টিএ