ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রুনেইয়ে সমকামিতার শাস্তি পাথর ছুড়ে মৃত্যুদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
ব্রুনেইয়ে সমকামিতার শাস্তি পাথর ছুড়ে মৃত্যুদণ্ড সুলতান হাসানাল বলখিয়া ও রানি সালেহা রাইদে, ছবি: সংগৃহীত

ঢাকা: সমকামিতার শাস্তি হিসেবে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রেখে নতুন আইন প্রণয়ন করেছে ব্রুনেই দারুসসালাম। পাশাপাশি চুরির শাস্তি হিসেবে হাত কাটার বিধান যুক্ত করা হয়েছে।

দেশটির সুলতান হাসানাল বলখিয়া, যিনি একইসঙ্গে দেশটির প্রধানমন্ত্রীও, তিনি এ ঘোষণা দেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট দ্বীপ রাষ্ট্র ব্রুনেইয়ের জনসংখ্যা চার লাখ ২০ হাজার।

এর মধ্যে দুই তৃতীয়াংশ মুসলিম।

অবশ্য সুলতানের এ ঘোষণায় ব্রুনেইসহ বিশ্বের বিভিন্ন সমকামি এবং মানবাধিকার সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রুনেই সুলতানের মালিকানাধীন বিলাসবহুল হোটেলগুলো বর্জনের ডাক দেওয়া হয়েছে। ইতোমধ্যেই বিখ্যাত হলিউড তারকা জর্জ ক্লুনিসহ বেশ কয়েকজন সুলতান বলখিয়ার মালিকানায় থাকা বেভারলি হিলসের মতো হোটেল বর্জনের কথা বলেছেন।

ব্রুনেই সরকার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করছে। ২০১৪ সালে প্রথম ধাপে দেশটিতে ইসলামিক আইন চালু করা হয়। চলতি বছর থেকে কার্যকর হলো সমকামিতা এবং চুরির অপরাধে কঠোর শাস্তির বিধান।

শনিবার বিবৃতির মাধ্যমে সরকারের পক্ষ থেকে এ আইন কার্যকরের কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।