রোববার (৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরায়শী এ কথা জানান।
তিনি বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহম্মদের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ৪৪ সদস্য নিহত হয়। এ ঘটনার পর থেকেই পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ দু’টির মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে তা হামলা পাল্টা হামলায় রূপ নেয়। ভারত দাবি করে, পাকিস্তান সীমান্তে হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। তবে তা বরাবরই অস্বীকার করে এসেছে পাকিস্তান।
তবে হামলার সময় ভারতীয় এক বৈমানিককে আটক করে পাকিস্তান। যা দুইদেশের চলমান উত্তেজনায় নতুন মাত্রা দেয়। এসব ঘটনার জেরে কাশ্মীরে এখনও চলছে উত্তেজনা।
কোরায়শী বলেন, এপ্রিলের ১৬ থেকে ২০ তারিখের মধ্যেই ভারত এ হামলা চালাতে পারে। এ ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে অবগত করা হয়েছে।
তবে হামলার সম্ভাব্য সময়ের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী কিভাবে নিশ্চিত হয়েছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু-ই বলেননি তিনি।
দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানই গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া এ তথ্য দেশবাসীকে জানাতে বলেছেন বলে জানিয়েছেন কোরায়শী।
তবে এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এসএ/এমএ