রোববার (৭ এপ্রিল) দেশটির কারা কর্মকর্তা মুনির আহমেদ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার (৮ এপ্রিল) ওয়াগা সীমান্ত দিয়ে ১০০ জন কারাবন্দিকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
আটক বাকি জেলেদের এ মাসেই মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ভারত ও পাকিস্তানের সমুদ্র উপকূলীয় সংস্থাগুলো প্রায়ই একে অপরের জেলেদের আটক করে থাকে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহম্মদের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ৪৪ সদস্য নিহত হয়। এ ঘটনার পর থেকেই পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ দু’টির মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে তা হামলা পাল্টা হামলায় রূপ নেয়। ভারত দাবি করে, পাকিস্তান সীমান্তে হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। তবে তা বরাবরই অস্বীকার করে এসেছে পাকিস্তান।
তবে হামলার সময় ভারতীয় এক বৈমানিককে আটক করে পাকিস্তান। যা দুইদেশের চলমান উত্তেজনায় নতুন মাত্রা দেয়। এসব ঘটনার জেরে কাশ্মীরে এখনও চলছে উত্তেজনা।
এসব উত্তেজনার মধ্যেই ভারতীয় জেলেদের মুক্তির ঘোষণা দিল পাকিস্তান।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এসএ