মঙ্গলবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় রাজ্যটির দন্তেওয়ারা অঞ্চলে নির্বাচনী প্রচারের সময় বিজেপির এই বিধায়কের গাড়িবহরে হামলাটি হয়।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ঘটনাস্থলের ছবি এবং ভিডিও থেকে মনে করা হচ্ছে হামলার সময় বিস্ফোরণও হয়েছে।
এদিকে, হামলায় বাকি যে চারজন নিহত হয়েছেন, তারা সবাই বিধায়কের দেহরক্ষী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
যে এলাকায় হামলা হয়েছে, সেটি বস্তার কেন্দ্র এলাকায়। ওই এলাকায় লোকসভা ভোট ১১ এপ্রিল। তবে এ রাজ্যে ১৮ এবং ২৩ এপ্রিলের ধাপেও ভোট হবে।
নির্বাচনী প্রচারের সময় এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাৎক্ষণিক টুইটে তিনি বলেছেন, ছত্তিশগড়ে মাওবাদী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। হামলায় শহীদদের প্রতি আমার শ্রদ্ধা রইলো। এই শহীদের রক্ত নিরর্থক হবে না বলে উল্লেখ করেন মোদী।
পৃথক টুইটে বিধায়ক ভীমা মাণ্ডবীর মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানান ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০১৮ সালের ডিসেম্বরে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে বড় জয় কংগ্রেস নিলেও নিজ আসনটিতে ঠিকই বিজয়ী হয়েছিলেন বিজেপির ভীমা। কংগ্রেসের দেবতী কর্মাকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
টিএ