মঙ্গলবার (০৯ এপ্রিল) জাপানের এয়ার সেলফ ডিফেন্স ফোর্স তিনটি এফ-৩৫ নিয়ে প্রশিক্ষণে নামলে, এরমধ্যে একটি জেট বিধ্বস্ত হয়।
দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার বিকেলে সিঙ্গেল ইঞ্জিনের তিনটি জেট আকাশে প্রশিক্ষণ শুরু করে।
জাপানি প্রতিরক্ষা মন্ত্রী টাকেশি আইওয়া জানিয়েছেন, বুধবার (১০ এপ্রিল) ভোরে এফ-৩৫ ফাইটার জেটের ধ্বংসাবশেষ পাওয়া যায়।
বুধবার সকালে মন্ত্রী বলেন, বিধ্বস্ত জেটের পাইলট রাডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলার সামান্য কিছুক্ষণ আগে মিশনটি বাতিল করার প্রয়োজনের সংকেত পেয়েছিলেন। কিন্তু তা আর হয়ে উঠেনি।
আইওয়া বলেন, অনুসন্ধানকারী দল জেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ উদ্ধারে অভিযান শুরু করেছে। এছাড়া জাপানি ও মার্কিন বাহিনী ওই জেটের পাইলটের খোঁজ করছে।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
টিএ