ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুকে সংক্রমণ নিয়ে দিল্লির হাসপাতালে দালাই লামা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
বুকে সংক্রমণ নিয়ে দিল্লির হাসপাতালে দালাই লামা ধর্মীয় নেতা দালাই লামা, ছবি: সংগৃহীত

ঢাকা: চীনশাসিত তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক বা ধর্মীয় নেতা দালাই লামা অসুস্থ হয়ে পড়েছেন। ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

দালাই লামার ব্যক্তিগত সহযোগী তেনজিন তাকলা জানিয়েছেন, তার বুকে সংক্রমণ দেখা দিয়েছে। হঠাৎ তিনি অস্বস্তি বোধ করলে পাহাড়ের শহর থেকে তাকে আকাশপথে দিল্লিতে নিয়ে আসা হয়।

এখানে এই সংক্রমণেরই চিকিৎসা দেওয়া হচ্ছে।

৮৩ বছর বয়সী দালাই লামা ৬০ বছর আগে চীনা শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, যা ব্যর্থ হয়। এরপরই তিনি ভারতে পালিয়ে আসেন।

১৯৫০ সালে তিব্বতের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চীন। এরপর দালাই লামাকে ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ উল্লেখ করে দেশটি।

শান্তিতে নোবেলজয়ী এই ধর্মীয় নেতা ছিলেন একজন সক্রিয় বক্তা। কিন্তু ভারতে চলে আসার পর তিনি সব সময় বাড়িতেই থাকতেন। ম্যাকলয়েড গঞ্জে তার বসবাস।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।