ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার অভিবাসন আটক কেন্দ্রে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০

সিডনি: অস্ট্রেলিয়ার অভিবাসন আটক কেন্দ্রের প্রায় একহাজার রাজনৈতিক আশ্রয় প্রার্থী বুধবার পালিয়েছে। অভিবাসন আটক কেন্দ্রের বাইরে সংঘর্ষ ও বিক্ষোভের একদিন পর এ ঘটনা ঘটলো।

পুলিশ এ কথা জানায়।

অভিবাসন কেন্দ্রের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, সকাল সাড়ে ৬টর দিকে উত্তরাঞ্চলীয় শহর ডারইউন থেকে প্রায় ৯২ জন বন্দি পালিয়ে গেছে। তাদের মধ্যে অধিকাংশই আফগানি। তারা এসময় বলতে থাকে ‘আমাদের নিরাপত্তা প্রয়োজন, শাস্তি না। ’

পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। বর্তমানে বিক্ষোভকারীরা ব্যানার হাতে আটক কেন্দ্র থেকে দূরে ব্যানার হাতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে।

গত দুইদিন ধরে  দাঙ্গা বিক্ষোভের পর বুধবার এ ঘটনা ঘটলো।

বাংলঅদেশ সময়: ১৫.৫০ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।