ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানের সাবেক প্রেসিডেন্টের বাসায় স্যুটকেস ভর্তি অর্থ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
সুদানের সাবেক প্রেসিডেন্টের বাসায় স্যুটকেস ভর্তি অর্থ  সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির। ফাইল ফটো

ঢাকা: সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বাসায় সুটকেসভর্তি বিপুল পরিমাণ অর্থ খুঁজে পেয়েছে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা। 

শনিবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমনটা জানানো হয়েছে।  

খবরে বলা হয়, সম্প্রতি আল-বশিরের বাড়িতে অভিযান চালিয়ে ৩ লাখ ৫১ হাজার মার্কিন ডলার, ৬ মিলিয়ন ইউরো ও পাঁচ মিলিয়ন সুদানিজ পাউন্ড ভর্তি বেশ কয়েকটি স্যুটকেস খুঁজে পান গোয়ন্দারা।

সব মিলিয়ে এই অর্থের পরিমাণ প্রায় ১৩০ মিলিয়ন ডলার।

এদিকে, বাড়িতে বিপুল অংকের নগদ অর্থ রাখায় আল বশিরের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

সংবাদমাধ্যম জানায়, সাবেক প্রেসিডেন্টকে আটক করে দ্রুত জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন দেশটির চিফ পাবলিক প্রসিকিউটর।

ওমর আল-বশিরকে রাজধানী খার্তুমের কোবার কারাগারে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

গত ১১ এপ্রিল সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির। তার বিরুদ্ধে দারফুর প্রদেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৯
একে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।