ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিয়াটলে নির্মাণাধীন ভবন থেকে ক্রেন পড়ে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
সিয়াটলে নির্মাণাধীন ভবন থেকে ক্রেন পড়ে নিহত ৪ ভবন থেকে ক্রেন ভেঙে সড়কে। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে নির্মাণাধীন একটি ভবনের ক্রেন ভেঙে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে শহরের মার্সার স্ট্রিট ও ফেয়ারভিউ অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে ঝড়ো বাতাসে হঠাৎ ক্রেনটি ভেঙে ব্যস্ততম সড়কে ছয়টি গাড়ির ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, ক্রেন ভেঙে পড়ার পর ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

তিনজনকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

সিয়াটল ফায়ার সার্ভিসের প্রধান হ্যারল্ড স্কোগিনস সংবাদ সম্মেলন করে জানান, যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে দু’জন ক্রেন অপারেটর এবং দু’জন নিচে গাড়িতে থাকা ব্যক্তি।

মার্সার স্ট্রিটে একটি বায়োটেকনোলজি কোম্পানিতে কর্মরত ইস্টের নেলসন সংবাদমাধ্যমকে বলেন, ঝড়ো বাতাসে এতো বিকট শব্দ হলো যেন ভূমিকম্প আঘাত হেনেছে, পরে দেখি ক্রেন ভেঙে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।