ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

রানওয়ে থেকে ছিটকে পড়লো স্পাইসজেটের প্লেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, এপ্রিল ২৯, ২০১৯
রানওয়ে থেকে ছিটকে পড়লো স্পাইসজেটের প্লেন স্পাইসজেট এয়ারলাইন্সের একটি প্লেন, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মহারাষ্ট্রের শিরদি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে গেছে স্পাইসজেট এয়ারলাইন্সের একটি প্লেন। তবে এ ঘটনায় কারও কোনো ক্ষতি হয়নি।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে বলে নিশ্চিত করে স্পাইসজেট কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এ ঘটনায় কেউ আহত না হলেও অন্যান্য প্লেন চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে।

এছাড়া ওই ফ্লাইটে কতোজন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

ফ্লাইটটির চাকা যখন শিরদি বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে, তখনই প্লেনটি ছিটকে গিয়ে লেন্ডিং স্পট থেকে ৩০ বা ৪০ মিটার দূরে পড়ে। এরপর রানওয়েটি থেকে প্লেন ওঠা-নামা বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।