ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফণী: শুক্রবার রাত থেকে বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, মে ৩, ২০১৯
ফণী: শুক্রবার রাত থেকে বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, ছবি: সংগৃহীত

ঢাকা: ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠা-নামা বন্ধ থাকবে দুইদিন। ইতোমধ্যেই শুক্রবার (০৩ মে) রাত সাড়ে ৯টা থেকে পরেরদিন শনিবার (০৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দরটিতে থাকা সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (০২ মে) মধ্যরাত থেকে ওড়িষ্যার (বিজু পাটনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর) ভুবনেশ্বর বিমানবন্দরেও সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর কারণ হিসেবে বলা হচ্ছে, রাজ্যের উপকূলীয়সহ বিশাল একটি এলাকায় ভয়ঙ্কর রকমের ঘূর্ণিঝড় ধেয়ে আসছে।

ভারতীয় অ্যাভিয়েশন রেগুলেটর ডিজিসিএ’র এক উপদেষ্টা জানিয়েছেন, নিরাপত্তার জন্য অগ্রিম এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে বা ইতিবাচক কোনো সংকেত পেলে পরেই এসব এলাকায় আবার ফ্লাইট চালু হবে।

আরও পড়ুন>> খুলনায় ১৬০-১৮০ কিমি বেগে আঘাত হানতে পারে ফণী

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ০২, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।