শুক্রবার (১০ মে) রুশ সংবাদমাধ্যম জানায়, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির স্থানীয় শাখা বৃহস্পতিবার (০৯ মে) এক শিশুসহ চার পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে।
তদন্ত দলের একজন জানিয়েছেন, অনেক চেষ্টার পর এবার চার পর্যটকের মরদেহ খুঁজে পাওয়া গেছে।
এদিকে, উদ্ধার করা এসব মরদেহও শনাক্ত করার জন্য রাশিয়ার আলতাই প্রজাতন্ত্রের রাজধানী শহর গোর্নো-আলতাইস্কে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। যেখানে আগের মরদেহগুলো রাখা হয়েছে শনাক্ত করে।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, গত ৬ মে নয়জনের একটি পর্যটক দল সাইবেরিয়া অঞ্চলের দক্ষিণ চুই রেজের একটি হিমবাহে গিয়েছিল ভ্রমণ করতে। সেখানে বিপদে পড়ে যায় দলটি। এর মধ্যে সাতজন আর ফিরে আসতে পারেননি। ৮ মে দলটির দুই নারী মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধারকারী দল হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করে। এ দিনই দলটি উদ্ধার করে এক নারীসহ তিনজনের মরদেহ। এরপর পরেরদিন ৯ মে উদ্ধার করা হয় এক শিশুসহ আরও চারজনের মরদেহ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১১, ২০১৯
টিএ