মঙ্গলবার (২১ মে) দিল্লির নাজাফগড় এলাকায় তাকে হত্যা করা হয়।
পুলিশ জানায়, মোহিত মোর নাজাফগড়ের একটি জিমে নিয়মিত যেতেন।
হত্যাকারীরা ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়া ঘটনা ধরা পড়েছে দোকানের সিসি ক্যামেরায়। ভিডিওতে দেখা যায়, তাদের দুইজন হেলমেট পরা ছিলেন। তৃতীয় ব্যক্তির চেহারা স্পষ্ট দেখা গেছে ভিডিওতে।
এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয় পুলিশের কাছে। তবে ব্যক্তিগত শত্রুতা বা আর্থিক লেনদেন সংক্রান্ত ঝামেলা থেকে মোহিতকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মোহিত মোরের টিকটক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সব কমেন্ট ও কল রেকর্ড পরীক্ষা করে দেখা হচ্ছে। তার সঙ্গে কারো শত্রুতা ছিল কি-না তা জানা গেলেই হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ২২, ২০১৯
একে