এরমধ্যেই আরেকটি খারাপ খবর পেল কংগ্রেস। বৃহস্পতিবার (২৩ মে) ভোপালের একটি ভোট গণনা কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মধ্য প্রদেশের সেহর জেলা কংগ্রেসের সভাপতি রতন সিং ঠাকুর।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সকাল থেকেই নির্বাচনী ফলাফল সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করছিলেন রতন সিং ঠাকুর। হঠাৎ বুকে ব্যাথা অনুভব করছেন বলে জানান তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান এ কংগ্রেস নেতা।
১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত ভোপাল আসনটিতে কখনো হারেনি বিজেপি। এবারও সেখানে জয়ের পথে রয়েছেন বিতর্কিত বিজেপি প্রার্থী প্রজ্ঞা ঠাকুর। তিনি কংগ্রেস প্রার্থী সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের চেয়ে প্রায় ৭০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।
নির্বাচনী প্রচারণাকালে মহাত্মা গান্ধীর হত্যাকারী নথুরাম গডসেকে দেশপ্রেমিক আখ্যা দিয়ে প্রবল বিতর্কের মুখে পড়েন প্রজ্ঞা ঠাকুর। এ নিয়ে দলের শীর্ষ পর্যায় থকে থাকে শাসিয়ে দেওয়া হয়। পরে ক্ষমাও চান তিনি। তবে, শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলে এর কোনো প্রভাব পড়েনি বলেই ধরে নেওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৯
একে