বৃহস্পতিবার (২৩ মে) ভারতের সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, সকাল থেকে শুরু হয় ভোটগণনা।
দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার ইঙ্গিত জোরালো হওয়ার খবর আসার মধ্যেই বৃহস্পতিবার শুরু থেকেই চাঙ্গা হয়ে ওঠে ভারতের শেয়ার বাজার।
সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় তা সর্বকালীন রেকর্ড গড়ে।
বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সেনসেক্সের সূচক ১ হাজার ৪৭৩ পয়েন্ট বেড়ে গিয়ে পৌঁছে যায় ৪০ হাজার ১২৪.৯৬। যা এর আগে হয়নি কোনোদিন।
পাল্লা দিয়ে বাড়নো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটির সূচকও। ৪২৭ পয়েন্ট বেড়ে গিয়ে নিফটির সূচক দাঁড়ায় ১২ হাজার ৪১.১৫।
নিফটির সূচক বাড়ার সঙ্গে সঙ্গে তেজি হয়ে ওঠে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দাম। তাদের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আদানি স্পোর্টসের শেয়ারের দাম। গড়ে তা ৭.৩৬ শতাংশ। এর পরেই রয়েছে যথাক্রমে ইন্দাসইন্দ ব্যাংক, ইয়েস ব্যাংক ও ভারত পেট্রোলিয়াম।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এমএ