স্থানীয় সময় শুক্রবার (২৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ভিক্টর হুগো ও সালা সড়কে এ বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে একজন আট বছরের শিশুও রয়েছে।
এ হামলার পর সারা দেশের জনবহুল এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে এক সন্দেহভাজনের ছবিও প্রকাশ করেছে কালো পোশাক করা আনুমানিক ৩০ বছর বয়সী ওই হামলাকারীর কাছে একটি কালো মাউন্টেন বাইসাইকেল ছিল।
স্থানীয় মেয়র ডেনিস ব্রোলিকিয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সব মিলিয়ে এ হামলা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি কারণ ‘পার্সেল বোমের ক্ষমতা’ খুব বেশি ছিল না। বিভিন্ন ধাতু ও কাচ ভেঙে পথচারীরা আহত হয়েছেন।
পুলিশ টুইটে হামলা বিষয়ে কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে জানাতে বলেছে জনগণকে।
দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অপর এক টুইটে হামলার ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।
ফ্রান্সে সবশেষ ২০০৭ সালে পার্সেল বোমা হামলার ঘটনা ঘটে, যাতে একজন মারা যায়।
বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এএ