শুক্রবার (২৪ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এ সন্ত্রাসী সংগঠনটি জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়া ও জামাত-উল-মুজাহিদিন হিন্দুস্তান নামেও পরিচিত।
বিবৃতিকে সংগঠনটি নিষিদ্ধ ঘোষণার কারণ হিসেবে বলা হয়েছে, সংগঠনটি সন্ত্রাসবাদী কাজ করার পাশাপাশি দেশে মৌলবাদ ছড়ানো ও তরুণদের এ ধরনের কাজে উদ্বুদ্ধ করছে।
২০১৬ সালে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ক্যাফেতে হামলা চালিয়ে বিভিন্ন দেশের ২২ নাগরিককে হত্যা করেছে সংগঠনটির সদস্যরা। সেসময় পুলিশের অভিযানে সংগঠনটির ছয় সদস্য নিহত হয়। বর্তমানে এ সংগঠনের বিরুদ্ধে তৎপর রয়েছে বাংলাদশের নিরাপত্তা বাহিনী।
এছাড়া ২০১৪ সালে পশ্চিমবঙ্গ ও ২০১৮ সালে বুদ্ধগয়ায় বোমা হামলার ঘটনায় জেএমবির সম্পৃক্ততা পেয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এসএ/