ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৩০

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বর্নোতে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।

সোমবার (১৭ জুন) রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম জানায়, রাজ্যে কনদুগা সম্প্রদায়ের লোকরা তাদের বসবাস এলাকার একটি হলে ফুটবল খেলা দেখছিল।

সে সময় হঠাৎই তিন যুবক এসে জোরপূর্বক হলে প্রবেশ করে এ আত্মঘাতী হামলা চালায়। এতে ৩০ জন নিহত ও ৪০ জন আহত হয়।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, জিহাদি গোষ্ঠী বোকো হারাম এ হামলা চালিয়েছে। কারণ বোকো হারাম দেশটিতে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।