গত শুক্রবার (১৪ জুন) সংবাদ সম্মেলন করছিলেন শওকত ইউসুফজাই নামের ওই রাজনীতিবিদ। ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ করা হচ্ছিল অনুষ্ঠানটি।
হঠাৎ অসাবধানতাবশত ক্যাট ফিল্টার চালু হয়ে যায়। এতে, বেশ কিছুক্ষণ বেড়ালের নাক-কানওয়ালা চেহারা দেখা যায় ওই মন্ত্রীর। শুধু তিনি একা নন, পাশে বসে থাকা আরও দুই কর্মকর্তাও এ ‘বিড়াল দুর্ঘটনার’ শিকার হন।
লাইভ ভিডিওতে বিষয়টি নিয়ে অনেকেই কমেন্ট করলেও, তা চোখে পড়েনি শওকত ইউসুফজাইয়ের। তিনি সংবাদ সম্মেলন শেষ করে তবেই ওঠেন।
কিন্তু ততক্ষণে থলের বেড়াল বেরিয়ে গেছে! সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা আর ট্রল।
বিষয়টিকে অসাবধানতাবশত ভুল উল্লেখ করে এটাকে গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই বলে জানিয়েছেন এ পাকিস্তানি মন্ত্রী।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
একে