ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ক্যাট ফিল্টার’ বিড়ম্বনায় পাকিস্তানি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
‘ক্যাট ফিল্টার’ বিড়ম্বনায় পাকিস্তানি মন্ত্রী বেড়ালের নাক-কানওয়ালা চেহারা দেখা যায় পাকিস্তানি মন্ত্রীর। ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বব্যাপী তরুণীদের কাছে ‘ক্যাট ফিল্টার’ জনপ্রিয় হলেও, এর বিড়ম্বনায় পড়েছেন পাকিস্তানের এক মন্ত্রী। ফেসবুক লাইভে সংবাদ সম্মেলন চলাকালে ফিল্টারটি চালু হয়ে যাওয়ায় ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছেন তিনি।  

গত শুক্রবার (১৪ জুন) সংবাদ সম্মেলন করছিলেন শওকত ইউসুফজাই নামের ওই রাজনীতিবিদ। ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ করা হচ্ছিল অনুষ্ঠানটি।

হঠাৎ অসাবধানতাবশত ক্যাট ফিল্টার চালু হয়ে যায়। এতে, বেশ কিছুক্ষণ বেড়ালের নাক-কানওয়ালা চেহারা দেখা যায় ওই মন্ত্রীর। শুধু তিনি একা নন, পাশে বসে থাকা আরও দুই কর্মকর্তাও এ ‘বিড়াল দুর্ঘটনার’ শিকার হন।  

লাইভ ভিডিওতে বিষয়টি নিয়ে অনেকেই কমেন্ট করলেও, তা চোখে পড়েনি শওকত ইউসুফজাইয়ের। তিনি সংবাদ সম্মেলন শেষ করে তবেই ওঠেন।  

কিন্তু ততক্ষণে থলের বেড়াল বেরিয়ে গেছে! সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা আর ট্রল।

বিষয়টিকে অসাবধানতাবশত ভুল উল্লেখ করে এটাকে গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই বলে জানিয়েছেন এ পাকিস্তানি মন্ত্রী।  

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।