শুক্রবার (২১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে। খবরে বলা হয়, আন্তর্জাতিক আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ড্রোন গুলি করে ভূপাতিত করার খবর নিশ্চিত করার পরই প্রেসিডেন্ট ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।
গত সপ্তাহে হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারের ওপর হামলার পর থেকে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে।
বৃহস্পতিবার ইরানের রেভলুশনারি গার্ড দাবি করে, তারা ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের আর কিউ-ফোর গ্লোবাল হক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
ইরানের টেলিভিশনে প্রচারিত এক ভাষণে রেভলুশনারি গার্ডের কমান্ডার জেনারেল হোসেন সালামী বলেন, ‘আমাদের সীমান্ত রেখা হচ্ছে লাল দাগ। এই দাগ লঙ্ঘন করে যারা অতিক্রম করার চেষ্টা করবে তাদের মোকাবেলা করা হবে।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে জানান, আন্তর্জাতিক আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের নজরদারির ওপর এই হামলা ছিল একেবারে অনর্থক।
‘এই ড্রোন হরমুজ প্রণালীর ওপর নজর রাখছিল। এ সময় ভূমি থেকে আকাশে নিক্ষেপ যোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এটিকে ভূপাতিত করা হয়,’ বলেন তিনি।
বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, জুন ২১, ২০১৯
এমএ/