হনলুলু ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শুক্রবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা ডিলিংহাম এয়ারফিল্ডের কাছে প্লেন দুর্ঘটনার খবর পান।
হাওয়াই ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন এক টুইটে জানিয়েছে, কিং এয়ারের ফ্লাইটটির আর কোনো আরোহী বেঁচে নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কয়েক মাইল দূর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে, প্লেনটি উড্ডয়ন নাকি অবতরণের সময় দুর্ঘটনায় পড়েছে, তা পরিস্কার নয়।
ওয়েবসাইটের তথ্যমতে, ডিলিংহাম এয়ারফিল্ড মর্কিন সেনাবাহিনীর জরুরি উড্ডয়ন-অবতরণ ও হেলিকপ্টারের নাইট ভিশন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ২২, ২০১৯
একে