গত শুক্রবার (২১ জুন) ভারতের মধ্য প্রদেশে ঘটেছে এ ঘটনা।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার (২০ জুন) রাস্তায় অচেতন পড়ে থাকতে দেখে কাশীরামকে সাগর জেলার বীনা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিক্রম সিং বলেন, শুক্রবার (২১ জুন) সকালে ময়নাতদন্তের জন্য পুলিশের লোক হাসপাতালে গিয়ে দেখেন, বৃদ্ধের শ্বাস-প্রশ্বাস তখনো চলছে।
‘দ্রুত চিকিৎসককে বিষয়টি জানানো হলে, ফের কাশীরামের চিকিৎসা শুরু করা হয়। পরে, সকাল সাড়ে ১০টার দিকে ফের পুলিশকে জানানো হয়, ওই বৃদ্ধ মারা গেছেন। ’
এ পুলিশ কর্মকর্তা বলেন, এটা দায়িত্বে অবহেলার কারণেই ঘটেছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানাবো। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৃদ্ধকে মৃত ঘোষণা করা চিকিৎসকের দায়িত্ব অবহেলার বিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন চিফ মেডিক্যাল অফিসার ডা. আরএস রোশান।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ২২, ২০১৯
একে