শনিবার (২২ জুন) ভোর ৫টার দিকে ছয়তলা ওই ভবনে আগুন লেগে যায়। এরপর দ্রুতই তা ছড়িয়ে পড়ে।
দেশটির ফায়ার সার্ভিস প্রধান ফ্লোরিয়ান লইনটায়ার বলেন, অগ্নিকাণ্ডের পর ১৫ জনকে মই এবং দড়ি দিয়ে তাৎক্ষণিকভাবে ভবন থেকে বের করে আনা হয়। অগ্নিকাণ্ডের প্রায় চার ঘণ্টা পর সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। দুই শতাধিক উদ্ধারকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
তিনি আরও বলেন, আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দেন এক নারী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকিদের মৃত্যু হয়েছে তীব্র ধোঁয়ার দমবন্ধ হয়ে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুন ২২, ২০১৯
এইচআরডি/এইচএ/