সোমবার (২৪ জুন) এমন তথ্যই আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত ৩০ মে জাপানের কিউসু অঞ্চলে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে, যাতে বিঘ্নিত হয় ওই অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা।
ওই অঞ্চলের রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর কিতাকিউসু জানায়, ২-৩ ইঞ্চি আকারের ছোট শামুকটি পাওয়ার বক্সের একটি বৈদ্যুতিক তারের ফাঁকে ঢুকে পড়লে শর্ট সার্কিট হয়ে এ ঘটনাটি ঘটে। এতে শামুকটিও পুড়ে মারা যায়।
বিশ্বে সবচেয়ে বৃহৎ রেল যোগাযোগ ব্যবস্থার জন্য বিখ্যাত জাপান। প্রতিদিনই দেশটির কয়েক হাজার মানুষ রেলের মাধ্যমেই যাতায়াত করে থাকে। তবে সেখানে এ ধরনের ঘটনা খুবই বিরল।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এসএ/