বুধবার (২৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটা জানা গেছে। খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ মঙ্গলবার (২৫ জুন) সান ফ্রান্সিসকোর দোকানে ই-সিগারেট বিক্রি নিষিদ্ধ করে।
জনপ্রিয় ই-সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান জুল ল্যাবস (সান ফ্রান্সিসকো শহরেই যার সদর দপ্তর) এ সিদ্ধান্তে আশঙ্কা প্রকাশ করেছে। বলা হয়েছে, এ সিদ্ধান্ত মানুষকে পুনরায় সিগারেটের দিকে ধাবিত করবে এবং ‘কালোবাজারকে সমৃদ্ধ করবে’।
সান ফ্রান্সিসকো শহরের মেয়র লন্ডন ব্রিডের হাতে ১০ দিন সময় আছে নিষেধাজ্ঞা বাতিলের। এর ৭মাস পর থেকে এ আইনটি কার্যকর হবে।
ই-সিগারেট বিরোধীদের অভিযোগ, তারা বিভিন্ন ধরনের ফ্লেভারযুক্ত সিগারেট দিয়ে তরুণদের আকৃষ্ট করার চেষ্টা করে যাচ্ছে।
সমালোচকদের মতে, শরীরে এর প্রভাব সম্পর্কে বৈজ্ঞানিক তদন্ত দরকার। একই সঙ্গে এটি তরুণদের সিগারেটের প্রতি ঝুঁকতে উৎসাহিত করতে পারে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, ১৮ বছর বয়সের নিচে কেউ তামাকজাত পণ্য কিনতে পারবে না। যদিও ক্যালিফোর্নিয়াতে এ বয়সসীমা ২১।
জুল ইতোমধ্যে জনপ্রিয় কয়েকটি ফ্লেভারের ই-সিগারেট তুলে নিয়েছে বাজার থেকে। একই সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এইচএডি/এমএ