সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে খোঁজ মিলেছে এমনই এক মায়ের।
সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, এক নারী শিশুসন্তানকে নিয়ে একটি ভবনের লিফট থেকে নামছেন।
এতেই শরীরে বিদ্যুৎ খেলে যায় ওই নারীর। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ছুটে গিয়ে সন্তানের পা ধরে ফেলেন তিনি। পরে, হাতের মোবাইল রেখে দ্রুত শিশুটিকে উপরে টেনে তোলেন ওই মা।
জানা যায়, গত বুধবার (২৬ জুন) কলম্বিয়ার মেডেলিন শহরের একটি ভবনের চতুর্থ তলায় ঘটেছে এ ঘটনা।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই ওই নারীর প্রশংসা করেছেন।
ইউটিউবের ভিডিওতে একজন মন্তব্য করেছেন, শুধু এক মা’ই এটা করতে পারেন। ওই সাহসী নারীকে সালাম।
আরেকজন লিখেছেন, ওই মাকে ‘ক্যাচ অব দ্য ম্যাচ’ পুরস্কার দেওয়া উচিৎ।
বেশিরভাগ মানুষ প্রশংসা করলেও, সন্তানকে সঙ্গে নিয়ে মোবাইল ফোনে ব্যস্ত থাকায় ওই নারীর সমালোচনা করেছেন অনেকে। পাশাপাশি, ভবনটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, প্রবল সমালোচনার মুখে ভবন কর্তৃপক্ষ বোর্ড বসিয়ে রেলিংয়ের ছিদ্র বন্ধ করে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
একে