শুক্রবার (২৮ জুন) জাপানের ওসাকায় জি২০ সম্মেলন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ নিশ্চিতকরণ ও সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।
‘এ বছরের শেষের দিকে একটি আন্তর্জাতিক সম্মেলনে অন্যতম প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ। নরেন্দ্র মোদী এ আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। ’
গত বছর থেকে ‘মেহরাম’ অর্থাৎ পুরুষসঙ্গী ছাড়া নারীদের হজে যাওয়ার অনুমতি দিয়েছে ভারত সরকার। ১ হাজার ৩০০ নারী এ সুবিধা পাবেন। লটারির মাধ্যমে তাদের নির্বাচন করা হবে।
২০১৮ সালে ভারতের হজ কোটা ৫ হাজার বাড়িয়েছিল সৌদি সরকার। এর আগের বছর তা বেড়েছিল ৩৫ হাজার।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
একে