শুক্রবার (২৮ জুন) জাপানের ওসাকা শহরে জি-২০ সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক হয় ট্রাম্পের। সে বৈঠকেই হাস্যচ্ছলে আঙুল নাচিয়ে রুশ প্রেসিডেন্টকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘নির্বাচনে হস্তক্ষেপ করো না প্রেসিডেন্ট, হস্তক্ষেপ করো না।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়, ট্রাম্প ও পুতিনের বৈঠকের পর একজন সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেন- তিনি পুতিনকে সামনের বছরের নির্বাচন প্রভাবিত না করার জন্য সতর্ক করবেন কি-না। তখনই ট্রাম্প আঙুল নাচিয়ে কথাটি বলেন পুতিনকে।
ওসাকায় এই বৈঠকের আগে গত বছর ফিনল্যান্ডের হেলসিংকিতে সাক্ষাৎ হয়েছিল ট্রাম্প-পুতিনের। সেখানেও দুই নেতাকে বেশ হাস্যোজ্জ্বল আলাপ করতে দেখা যায়।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রভাবিত করে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করেছে বলে তখন থেকেই অভিযোগ শোনা যাচ্ছে। এই অভিযোগ তদন্তে এফবিআই, কংগ্রেসের কমিটি গঠনের পাশাপাশি বিশেষ প্রসিকিউটর রবার্ট মুলারকেও দায়িত্ব দেওয়া হয়। মুলারের তদন্তের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে জেতানোর জন্য রাশিয়া থেকে ‘সংগঠিত তৎপরতা’ লক্ষ্য করা গেছে। যদিও এর পক্ষে স্পষ্ট কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
আরবি/এইচএ/