ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমি না থাকলে উ. কোরিয়ার সঙ্গে যুদ্ধ লাগতো: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
আমি না থাকলে উ. কোরিয়ার সঙ্গে যুদ্ধ লাগতো: ট্রাম্প কিম জং-উন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট পদে না থাকলে এতদিনে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ লেগে যেত।

শনিবার (২৯ জুন) জাপানের ওসাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাপানে জি২০ সম্মেলন শেষে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার সন্ধ্যায় সিউলে পৌঁছানোর কথা রয়েছে তার। দুই দিনের এ সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। আর, এ সুযোগে সম্প্রতি ঘনিষ্ঠ হয়ে ওঠা উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গেও দেখা করতে চান মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার (২৮ জুন) রাতে ট্রাম্প এক টুইটে বলেন, চীনা প্রেসিডেন্ট জি-এর (শি জিন পিং) সঙ্গেসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে জাপান ছাড়বো (প্রেসিডেন্ট মুনের সঙ্গে)। যদি উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিম এটা দেখে থাকেন, তার সঙ্গে হ্যান্ডশেক করে হ্যালো বলতে সীমান্তে/ডিএমজেডে (বেসামরিক এলাকা) দেখা করতে চাই।

শনিবার (২৯ জুন) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কিমের সঙ্গে বন্ধুত্ব আরও নিবিড় করতে একবার হ্যান্ডশেক করতে চাই।

তিনি বলেন, সত্যি বলতে, আমি যদি প্রেসিডেন্ট না হতাম, তাহলে এতক্ষণে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ চলতো।  

এসময়, জন্মদিনে কিম তাকে খুব সুন্দর একটা কার্ড পাঠিয়েছিলেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের সঙ্গে কিমের সাক্ষাতের এ আগ্রহ বিষয়ে এখনো কিছু জানায়নি উত্তর কোরিয়া কর্তৃপক্ষ। এর আগে, যতবার এ দুই নেতার দেখা হয়েছে, প্রতিবারই দীর্ঘদিনের প্রস্তুতির সঙ্গে অতি উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থা ছিল। এবার হুট করে দেখা করতে চাওয়ায় আদৌ এ সাক্ষাৎ হবে কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।