প্যারানয়া এক ধরনের মানসিক রোগ। এর কারণে রোগী সব সময় আতঙ্কে থাকেন, তাকে কেউ ধরতে আসছে বা ক্ষতি করবে।
দুই দিনব্যাপী জি২০ সম্মেলনে শুক্রবার (২৮ জুন) রাতে নৈশভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। এসময় অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা ওয়াইন গ্লাসে পান করলেও, পুতিনকে একটি সাদা তাপনিয়ন্ত্রক মগ ব্যবহার করতে দেখা যায়। সেটি দিয়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টোস্টিং (মদ্যপানের আগে বিশেষ প্রথা) করেন তিনি।
এর কারণ হিসেবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বার্তা সংস্থা আরআইএ নোভস্তিকে বলেন, তিনি বারবার ওই মগ থেকে চা পান করছিলেন।
এর আগেও, ঘণ্টাব্যাপী বার্ষিক সংবাদ সম্মেলনে একই ধরনের মগ ব্যবহার করতে দেখা গেছে ৬৬ বছর বয়সী ভ্লাদিমির পুতিনকে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
একে