গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা কারেন ম্যাসন সেন্ট পিটের সমুদ্রপাড়ে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ দেখলেন, একটি ব্ল্যাক স্কিমার পাখি তার বাচ্চার মুখে কিছু একটা তুলে দিচ্ছে।
ম্যাসন তখনো জানতেন না, পাখিটি কী খাওয়াচ্ছিল তার বাচ্চাকে। পরে কম্পিউটারে ছবিগুলো দেখেই চোখ কপালে ওঠে তার!
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার দু’টি ছবি শেয়ার করেছেন ওই ব্যক্তি। একটিতে মা পাখি বাচ্চাকে খাওয়ানোর, দ্বিতীয়টিতে বাচ্চাটিকে সিগারেটের ফিল্টার মুখে নিয়ে যেতে দেখা যায়। ছবিগুলো দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, যদি ধূপমান করতেই হয়, দয়া করে এর ফিল্টার ফেলে যাবেন না। সৈকতগুলোকে ছাইদানি না বানিয়ে পরিষ্কার করার সময় এসেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন ওশিন কনজারভেন্সির তথ্যমতে, প্রতি বছর সারাবিশ্বের সৈকতগুলো থেকে জমা করা ১০টি জিনিসের তালিকায় সবচেয়ে বেশি পাওয়া গেছে সিগারেটের ফিল্টার।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
একে