ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবান হামলায় ২৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
আফগানিস্তানে তালেবান হামলায় ২৫ সেনা নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানে তালেবান হামলায় কমপক্ষে ২৫ সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।

শনিবার (২৯ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।  

জেলা প্রধান ফজলেলুদ্দিন মুরাদি সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার (২৮ জুন) স্থানীয় নাহরীন এলাকায় সরকার সমর্থিত বাহিনীর সদস্যদের ওপর বিদ্রোহীরা আক্রমণ চালায়।

যা প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে। এতে আটজনের মতো আহত হন।

পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।  

এদিকে এ ঘটনায় এখনও হামলার দায় স্বীকার করেনি তালেবান। তবে সম্প্রতি সশস্ত্র জঙ্গি গোষ্ঠীটি আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছিল।

দীর্ঘদিন ধরে নানা অস্থিতিশীলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে আফগানিস্তানকে। এখনও দেশটির কোনো কোনো অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

এরই মাঝে শনিবার কাতারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একটি শান্তি আলোচনা শুরু হয়েছে; যার মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।