আবহাওয়াবিদদের মতে, ভূ-মধ্যসাগরের ওপারের সাহারা মরুভূমির গরম বাতাস এসে উত্তপ্ত করে রেখেছে দক্ষিণ-পশ্চিমের জার্মানি, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রসহ ওই অঞ্চল।
গত বুধবার ও বৃহস্পতিবার (২৬-২৭ জুন) স্ব স্ব অঞ্চলে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রের্কড করা হয়।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় একটি শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০০৩ সালে ৪৪ দশমিক এক সেলসিয়াস ছিল দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। তখন হাজারেরও বেশি লোক মারা গিয়েছিল দেশটিতে।
সম্প্রতি ইউরোপের তাপপ্রবাহ নিয়ে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দাবানলের পাশাপাশি ওই অঞ্চলের অতিষ্ঠ জনজীবনের চিত্র ফুটে ওঠে।
১. তীব্র তাপদাহের কারণে কাতালোনিয়ার লা টোরে দে লা এস্পানিয়ালে শহরে ৪ হাজার হেক্টর জমিতে আগুন ধরে যায়।
২. ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তর ইতালিতে মানুষের পাশাপাশি অতিষ্ঠ প্রাণীকূলও।
৩. গরমে অতিষ্ঠ হয়ে দক্ষিণ ফ্রান্সে মন্টপিলিয়ারের একটি ঝরনার নিচে দাঁড়িয়ে শরীর ঠাণ্ডা করছে এক শিশু।
৪. গরম সহ্য করতে না পেরে ফ্রান্সের বার্ডেক্স-পেসাক চিড়িয়াখানায় একটি বাঘ পাশে থাকা পুকুরে ডুবে শরীর ঠাণ্ডা করছে।
৫. তাপদাহ সইতে না পেরে জার্মানির হ্নোভার চিড়িয়াখানায় একটি ধূসর রঙা ভাল্লুক পুকুরে ডুবে রয়েছে।
৬. হাঙ্গেরিতে ঝরনার পানিতে ভিজছে একটি শিশু।
৭. দক্ষিণ জার্মানির শাওয়ারজাক্টল হ্রদে একটি খেলনা-জাহাজ নিয়ে এক দম্পতির জলকেলি।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
এনটি/এইচএ/