গত শনিবার (২৯ জুন) পাকিস্তানি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রচারণা বিষয়ক বিশেষ সহকারী ফিরদাউস আশিক আওয়ান এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী যোগ্য আফগান শিক্ষার্থীদের মধ্যে ৬০০ জন বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
এ বৃত্তি সুবিধা পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য উপহার বলেও জানান এ কর্মকর্তা। তিনি বলেন, দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও নাগরিকদের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হচ্ছে।
বৃত্তির অর্থ আফগান শিক্ষার্থীদের থাকার খরচ, বই কেনা, হোস্টেল ফি, টিউশন ফি প্রভৃতি ক্ষেত্রে খরচ হবে।
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির পাকিস্তান সফরের এক দিন পরই বৃত্তি দেওয়ার এ ঘোষণা দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
একে